যশোরে জোড়া মাথার নবজাতকের জন্ম ৫ঘন্টা পর মৃত্যু

0
269

স্টাফ রিপোর্টার ঃ যশোরে জোড়া মাথার এক নবজাতকের জন্ম হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে শহরের বেসরকারি একটি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে এই শিশুটির (ছেলে) জন্ম হয়। পরে সেখানে শিশুটির অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শিশুটির পিতা ঝিনাইদাহ জেলার কালিগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের আমিন ও মা মুসলিমা আক্তার। শিশুটির নানি সাবিনা বেগম বলেন আমরা প্রথম দিকে শিশুটির মা মুসলিমাকে একবার আল্ট্রাসনো করিয়ে ছিলাম। তখন ডাক্তার বলেছিল মা ও বাচ্চা ভালো আছে। পরে ৯ মাস পার হওয়ায় আবার আল্ট্রাসনো করি। তখন ডাক্তার বলেন জমজ বাচ্চা হবে। এর পর আমরা শিশুটির মা মুসলিমাকে কালিগঞ্জে হাসপাতালে ভর্তি করি। সেখান থেকে আমাদেরকে পাঠিয়ে দেয়া হয়। এর পর যশোরের একটি বেসরকারি ক্লিনিকি ভর্তি করি। সেখানে আজ (গতকাল) বিকালে সিজারের পর দেখি জোড়া মাথা সহ বাচ্চা। যশোর জেনারেল হাসপাতলের শিশু ওয়ার্ডে চিকিৎসক ফয়সাল আহম্মেদ বলেন শিশুটিকে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির অবস্থা আরো খারাপ হওয়ায় আমরা শিশুটিকে ঢাকায় রেফার করি । কিন্তু ঢাকায় নিয়ে যাওয়ার আগেই রাত ৯ টার দিকে শিশুটির মুত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here