মহেশপুরে আসন্ন ইউপি নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষে আলোচনা সভা

0
301

মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ শনিবার সকালে মহেশপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আসন্ন ইউপি নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষে বিশেষ আলোচসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মামুনুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার ইমরান হোসেন, সমাজসেবা কর্মকর্তা জুলফিকার,কৃষি অফিসার হাসান আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাজান আলী, মৎস্য অফিসার আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ১২টি ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা আগামী ১১ নভেম্বর শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয় সে বিষয়ে আলোচনা রাখেন। উপজেলা নির্বাহী অফিসার মামুনুল করিম বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here