কালীগঞ্জে মদ্যপানে যুবকের মৃত্যু

0
231

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার তেঘরী গ্রামের সুবোধ কুমার ঘোষ (৩৫) নামে এক ব্যাক্তি অতিরিক্ত মদ সেবন করে মারা গেছে। সে তেঘরি গ্রামের সুকেশ ঘোষের ছেলে। সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জীবন কুমার দাস জানান,স্থানীয় লোকজনের মুখ থেকে জানতে পারি কার্ত্যানীপূজা পূজা উপলে ১৪ নভেম্বর সারারাত জেগে সুবোধ ঘোষ আড্ডা দেই এবং অধিক পরিমাণে দেশীয় মদ পান করে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানেই তার মৃত্যু হয়েছে। পুলিশ কর্মকর্তা আরও জানান, ১৪ নভেম্বর সন্ধ্যায় আমাকে জয় গোপাল ঘোষ নামে এক ব্যক্তি জানালে আমি তাৎণিক ভাবে সঙ্গীয় ফোর্স নিয়ে প্রথমে কালিগঞ্জ হাসপাতালে যাই। সেখানে গিয়ে তাদের কাউকে না পাওয়ায় তার বাড়ি তেঘুরী গ্রামে যায় এবং সেখান থেকে নিহত সুবোধ ঘোষের লাশ উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসি। মঙ্গলবার সকালে লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here