তালার আশরাফের জন্য সরকারী প্রদত্ত দোকান ঘর পরিদর্শনে র‌্যাব

0
263

তালা(সাতক্ষীরা)প্রতিনিধি : তালায় সুন্দরবনে জলদস্যুতা ছেড়ে আত্মসমর্পণ করা কবিরাজ বাহিনীর সদস্য আশরাফের জন্য সরকারী প্রদত্ত দোকান ঘর পরিদর্শন করেছেন র‌্যাপিড আ্যকশন ব্যটিলিয়ান সদস্যরা। এসব উপহারের মধ্যে ঘর পেয়েছেন ১০২ জন, ৯০ জন পেয়েছেন মুদি দোকান (মালামালসহ), ১২ জন পেয়েছেন জাল ও মাছ ধরার নৌকা, আটজন পেয়েছেন ইঞ্জিনচালিত নৌকা এবং ২২৮ জন পেয়েছেন গবাদিপশু। এদের মধ্য আশরাফ পেয়েছেন একটি মুদি দোকান ও দোকানের মালপত্র। মঙ্গলবার দুপুর আনুমানিক ১.৩০ টার দিকে তালা কাঁচা বাজার এলাকায় সরকারী দেওয়া দোকান ঘর পরিদর্শন করেন র‌্যাপিড আ্যকশন ব্যটিলিয়ানের ডেপুটি ডিরেক্টর হায়দার ও ডেপুটি ডিরেক্টর ইমদাদুল হক। এসময় বাজারের ব্যাবসায়ী ও বনিক সমিতির সদস্য,সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here