ঝিনাইদহ সড়ক দুর্ঘটনায় শিশু নিহত আহত ৬

0
388

কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার মান্দারতলা গ্রামে অবৈধ আলমসাধু সথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ বছরের শিশু আছিয়া খাতুন নিহত হয়েছে। এসময় আলমসাধু ড্রাইভারসহ ৬ জন আহত হয়। আছিয়া বেগম দরীবিন্নি গ্রামের রিপন মিয়ার কন্যা। আহতরা হলেন দরীবিন্নী গ্রামের হাসান মন্ডলের স্ত্রী মনিরা খাতুন (৩৫), রিপন আলীর স্ত্রী মুসলিমা খাতুন (৩০), লিয়াকত মন্ডলের স্ত্রী আকলিমা বেগম (৪০), মিল্টনের স্ত্রী রোজিনা খাতুন (৪৫) মৃত কেসমত মন্ডলের পুত্র মিল্টন মন্ডল (৪৭) ও আলমসাধু ড্রাইভার বিশয়খালী গ্রামের গনি মন্ডলের ছেলে রাজীব হোসেন। হরিনাকুন্ডু থানার ওসি আব্দুল রহিম মোল্লা জানান, সোমবার দুপুরে ঝিনাইদহ গামী যাত্রী বোঝাই একটি ইজিবাইক উপজেলার পৌরসভাধীন মান্দারতলা গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছ বোঝাই অবৈধ আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা শিশু আছিয়াসহ জন ৭ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে শিশু আছিয়ার মৃত্যু হয়। এলাকাবাসি হরিণাকুন্ডুর সড়ক মহাসকে চলাচলকারী অবৈধ আলমসাধু বন্ধের দাবী জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here