নিরাপদ আবাসের অভাবে আহাদের পরিবারের মানবেতর জীবন যাপন

0
281

নিজস্ব প্রতিনিধি : সাতীরা জেলাস্থ কালিগঞ্জ উপজেলাধীন কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামের দরিদ্র আহাদ একজন দিনমুজুর। বাবার জমিজমাও খুব কম। তার থেকে এক টুকরা জমিতেই আহাদ অতি কষ্টে একটি মাটির ঘর তৈরি করেছে বহু আগে। আহাদের ছেলেরা বড় হয়ে সংসার থেকে আলাদা হয়েছে। বর্তমানে সংসারে তার পাঁচজন মানুষ। বৃদ্ধ মাও মাঝে মাঝে তার ঘরে থাকে। মাটির তৈরি ঘরটিও কয়েকবার প্রাকৃতিক নানা আঘাতে তিগ্রস্থ হয়েছে। বর্তমানে সেই ঘরের চালে পলিথিন দিয়ে আহাদ পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর বসবাস করছে। বৃষ্টি হলেই ঘরের মধ্যে পানি পড়ে। রাতে এমন হলে সারারাত বসেই কাটাতে হয়। শুধুমাত্র ঘর বাঁধার সামান্য জমি ছাড়া অন্য কোন জায়গা-জমি তার নেই। অতি দরিদ্র পরিবারের ছোট্ট মাটির ঘরে এখন শীতকালে এতো লোকের বসবাস করা খুবই কঠিন। তার সংসারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় সে না পারছে জরাজীর্ণ ঘরটি মেরামত করতে, আর না পারছে নতুন ঘর তৈরি করতে। ঘরে শিশু সন্তান ও বৃদ্ধ-বৃদ্ধাও আছে। সরকারী সহযোগিতার বিষয়ে আহাদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ‘আশ্রয়ন’ প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের বসত ঘর প্রদানের সময়কাল থেকে সে স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দের (মেম্বর ও চেয়ারম্যান) কাছে একটি বসত ঘর প্রাপ্তির জন্য আবেদন করে আসছে। কিন্তু তারা দীর্ঘ কয়েক বছর ধরে শুধু আশ্বাস দিয়েই যাচ্ছেন। এছাড়া দরিদ্র হওয়া সত্বেও সে সরকারের কোন গুরুত্বপূর্ণ সহযোগিতা কখনোই পাইনি। সে আরো বলেন, তার এলাকায় তার চেয়ে অপোকৃত স্বচ্ছল পরিবারও এসব সুযোগ-সুবিধা পেয়েছেন”। আহাদ আরো জানান সরকার তদন্ত করে দেখুক আমার অবস্থা। যদি তদন্ত করে সে ঘর পাবার উপযুক্ত না হয় তবে তার সরকারী ঘরের দাবি নেই। সরকারীভাবে একটি বসত ঘর পেলে সে ও তার পরিবার ভীষন উপকৃত হবে। তিনি নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে আবেদন করার কথা ভাবছে। আগামী বর্ষা মৌসুমের মধ্যে তার একটি ঘরের ব্যবস্থা না হলে তিনি তার পরিবার নিয়ে অসহনীয় কষ্টের মধ্যে পড়বে বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here