আশাশুনিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

0
253

এমএম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গতকাল সকালে ‘মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপনে উপজেলান পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উন্নয়ন সংস্থার সমৃদ্ধি কর্মসূচির ‘উন্নয়নে যুব সমাজ’ কার্যক্রমের আওতায় ও এনজিও সমন্বয় ফোরামের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মু. নাজমুল হুসেইন খাঁন। উন্নয়ন সংস্থার সমাজ উন্নয়ন কর্মকর্তা মু. জাবের হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মু. রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার এস,এম আজিজুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং এনজিও প্রতিনিধিগণ। আলোচনা শেষে সমাজসেবা অফিস পক্ষ থেকে ঋণ গ্রহিতাদের মাঝে চেক বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here