কেশবপুরে কৃষকের কুলের সঙ্গে দূর্বৃত্তদের এ কেমন শত্রুতা

0
244

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি : কেশবপুরে কৃষক বজলুর রহমানের কুলের বাগান অজ্ঞাত দূর্বৃত্তরা সোমবার রাতে গাছের কুল পিটিয়ে নষ্ট করে দিয়েছে। কৃষক সকালে ক্ষেতে গিয়ে গাছের কুল মাটিতে বিছিয়ে থাকতে দেখে হতবাক হয়ে পড়েন। ওই বাগানের পাশে আরো ৩টি কুলের বাগান রয়েছে। কিন্তু সে সব বাগানের কোন কুল নষ্ট হয়নি। উপজেলার শিকারপুর গ্রামের কৃষক বজলুর রহমান প্রতাপপুর মাঠে ৩ বিঘা জমিতে গত ৫ বছর যাবত কুল চাষ করে থাকেন। এবছর তার বাগানে ১৬০ থেকে ১৭০টি গাছে কুল ধরেছে। ফলনও হয়েছে ভালো। কুল পাক ধরার মূহুর্তে দূর্বৃত্তরা রাতের আধারে বাগানের গাছ পিটিয়ে অধিকাংশ কুল মাটিতে ফেলে দিয়ে গেছে। গত ৫ বছর ওই মাঠে কুল চাষ করলেও ইতিপূর্বে কখনও তার ক্ষেতের কুল নষ্ট হয়নি। কৃষক বজলুর রহমান বলেন, তার সঙ্গে কারো শত্রুতা নেই। এর পরও দূর্বৃত্তরা রাতের আধারে ক্ষেতের প্রায় ৯০ থেকে ১০০ মন কুল নষ্ট করে দিয়েছে। গাছে যে কুল রয়েছে তাও নষ্ট হওয়ার পথে। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, ওই মাঠে আরো ৩টি কুলের ক্ষেত রয়েছে কিন্তু সে সব ক্ষেতের কুলের কোন ক্ষতি হয়নি। এ ব্যাপারে তিনি অজ্ঞাত দূর্বৃত্তদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় অভিযোগ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here