মহেশপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু আহত ১

0
327

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় এক মটর সাইকেল চালকের মৃত্যু, গুরুতর আহত ১। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোয়ালহুদা গ্রামের বিপুল হোসেনের পুত্র জীবন হোসেন (১৮) ও একই গ্রামের রশিদ মিয়ার পুত্র রাজু হেসেন (১৮) একই মটরসাইকেল যোগে মহেশপুরে যাচ্ছিল। পথিমধ্যে মহেশপুর খালিশপুর সড়কের বেলেঘাট নামক স্থানে সামনের দিক থেকে আসা ঢাকা গামী একটি পরিবহনের লাইটের আলোয় কিছু দেখতে না পেয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। স্থানিয়রা তাদের কে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার জীবন হোসেন কে মৃত ঘোষনা করে। জীবন হোসেন খালিশপুর মাধ্যমিক স্কুলের দশম শ্রেণীর ছাত্র। আহত রাজু হোসেনকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয় । পরে সেখানে তার অবস্থার অনতি হলে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাফুল ইসলাম জানান পরিবহন সনাক্ত করা যায়নি। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here