র‌্যাব-৬ এর অভিযানে ঝিনাইদহ থেকে চুরি হওয়া ইজিবাইক চোরাকারবারী চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার

0
302
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলার সদর থানার মামলা নং- ৩২/৭৫ তারিখ ২৩/০২/২০২২ এর ধারা ৩৭৯ পেনাল কোড এর ইজিবাইক চোরাকারবারী চুয়াডাঙ্গা জেলার সদর থানার ৫নং ওয়ার্ড এর ইসলাম পাড়াস্থ এলাকায় গোপনীয়ভাবে এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে চুয়াডাংঙ্গা জেলার সদর থানাধীন ৫নং ওয়ার্ড এর ইসলাম পাড়াস্থ এলাকায় বিশেষ অভিযান করে আসামী- ১। মো: জাহিদ মিয়া(৪০), পিতা- মো: মনির উদ্দিন, সাং- ইসলামপাড়া, ২। মো: আবু সাঈদ(৩৯), পিতা- মৃত সামছুল বিশ্বাস, সাং- ইসলাম পাড়া, উভয় থানা- চুয়াডাঙ্গা সদর, জেলা- চুয়াডাঙ্গা, ৩। আব্দুস সালাম(৩৩), পিতা- মৃত আজেহার মালিথা, সাং- উজিরপুর, থানা- দামুরহুদা, জেলা- চুয়াডাঙ্গাদেরকে চোরাইকৃত ০৩টি ইজিবাইকসহ গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ০৩টি চোরাইকৃত ইজিবাইক, ০৩টি ইজিবাইকের চাবি, ১৫টি ইজিবাইকের ব্যাটারী, ০৩টি মোবাইল, ০৬টি সিম কার্ড এবং নগদ- ৯৫৮৭/- টাকাসহ উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, গত ০৭ জানুয়ারি ২০২২ তারিখ রাত ০৩:০০ ঘটিকা হতে ভোর ০৫:৩০ ঘটিকার মধ্যে যেকোন সময় উক্ত ধৃত আসামীগণ পূর্ব পরিকল্পিতভাবে পৈলানপুর এলাকার মো: রানা মিয়া(২২) এর একটি ইজিবাইক চুরি হয়। পরবর্তীতে উক্ত বিষয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা রুজু হয়, পরবর্তীতে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প এর ছায়া তদন্ত চলমান রেখে উক্ত ইজিবাইক চোরা কারবারীদেরকে ধৃত করতে সক্ষম হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here