বটিয়াঘাটায় প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

0
285

বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফললের উৎপাদন বৃদ্ধির ল্েয প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের ল্েয ুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় কৃষক প্রশিণ কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শামীম আরা নীপা, উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার যথাক্রমে আঃ হাই খান, জীবনানন্দ রায়, দীপঙ্কর মন্ডল, দীপায়ন হালদার, মোস্তাফিজুর রহমান সহ প্রান্তিক চাষীবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার ৪৫০ জন জন প্রান্তিক চাষীদের মধ্যে জলমা ইউনিয়নের ৪০ জন প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here