সাতক্ষীরা কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে ৬টি সোনার বারসহ কামরুজ্জামান নামের এক ব্যক্তি আটক

0
217

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে ৬টি সোনার বারসহ কামরুজ্জামান নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে সোনা জব্দ ও ব্যক্তি আটকের ঘটনা ঘটে। আটক কামরুজ্জামান (৪০) কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আবুল হোসেনের ছেলে। সাতীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান,বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে,এমন খবরে ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর রেজা আহমেদের নেতৃত্বে একটি টহলদল কেড়াগাছির মজুমদার খাল নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কামরুজ্জামানের ব্যবহৃত বাই-সাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ৬টি সোনার বার জব্দ করা হয় আর চোরাকারবারের অভিযোগে আটক করা হয় কামরুজ্জামানকে। জব্দকৃত সোনার ওজন ৮শ’ ১৯ গ্রাম। যার মুল্যমান প্রায় ৭০ লাখ টাকা। সোনার বারগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে ও আসামী কামরুজ্জামানকে কলারোয়া থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে বলে জানান অধিনায়ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here