মোংলা প্রতিনিধি : মোংলায় আগুনে পুড়ে গেছে বন্দরের এক শ্রমিকের বসত ঘরসহ নগদ টাকা ও আসবাব পত্র। মঙ্গলবার দুপুরে পৌর শহরের ২নং ওয়ার্ড মিয়াপাড়া এলাকায় আগুনের এ ঘটনা ঘটে। এসময় হতাহতের কোন ঘটনা না ঘটলেও পুড়ে ক্ষতি হয়েছে নগদসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল।
মোংলা পোর্ট পৌরসভার মিয়াপাড়া এলাকায় ঘরে কেউ না থাকায় বিদ্যুতের সর্ট সার্কিটের আগুন লাগে মোংলা বন্দরের জাহাজের শ্রমিক আবুল কালামের বসত ঘরে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহা ছড়িয়ে পড়ে চতুর্দিকে। এসময় ঘরের পাশে থাকা নারী, পুরুষ ও শিশুরা দিক-বিদিক ছুটাছুটি কর পানি দিয়ে নেভানোর চেস্টা করতে থাকে। স্থানীয় ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রæত এসে প্রায় আধ ঘন্টা চেষ্টার পর আগুন নিযন্ত্রনে আনলেও এর আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায় আবুল কালামের বসত ঘর, নগদ আড়াই লক্ষ টাকা, স্বার্ণলংকার ও মুল্যবান আসবাব পত্র। বিদ্যুতের সর্ট সার্কিট ও গ্যাসের সিলিন্ডারে আগুনের প্রচন্ডতা বেশী থাকায় মুহুর্তের মধ্যেই সব পুড়ে ছাই হয়ে গেছে বলে জানায় মোংলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ লিটন হাওলাদার।















