ইবি আইসিটি বিভাগের নতুন সভাপতি ড. আলমগীর হোসেন

0
207

রানা আহম্মেদ অভি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদভুক্ত ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলমগীর হোসেন। রবিবার (৩০ অক্টোবর) তিনি উক্ত বিভাগের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহের স্থলাভিষিক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করেন।
জানা যায়, ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহ পোস্ট ডক্টরেট করতে যুক্তরাষ্ট্রে গমন করছেন। শনিবার ২৯ই অক্টোবর সহযোগী অধ্যাপক ড. আলমগীর হোসেনকে তিন বছরের জন্য বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আইসিটি বিভাগের সভাপতির কক্ষে উক্ত বিভাগের সকল শিক্ষকবৃন্দসহ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আইসিটি (এসএআইসিটি) এর সদস্যরা এবং বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থীরা নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here