পাটকেলঘাটা ত্রিশ মাইল থেকে ধানদিয়া চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ ১০ কিঃ মিঃ রাস্তার বেহাল দশা

0
312

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : পাটকেলঘাটার ত্রিশ মাইল থেকে ধানদিয়া চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ ১০ কিঃ মিঃ রাস্তার বেহাল দশা। কোনো স্থানে পিচের ছাল চামড়াও নেই। শুধু দেখা যাচ্ছে লাল ইটের খোয়া। যানবহনগুলি চলাচল করছে ঝুকি নিয়ে।
২০১২ সালের দিকে এই রাস্তায় কার্পেটিং হয় নামমাত্র। বছর না যেতে যেতে পিচ খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তে রুপ নিয়েছে। এমনকি ১০ হাত ও রাস্তা ভাল নেই। এই রাস্তা দিয়ে উত্তারাঞ্চল কলারোয়া থানা, যশোরের মনিরামপুর ও ঝিকরগাছা থানার জনসাধারণ ও যানবহন তাদের বিভিন্ন কাজে আসতে হয় সাতক্ষীরায়। এদিকে মানিকহার, সেনেরগাঁতী, ফুলবাড়ী, মৌলভি বাজার, নগরঘাটা সহ অত্র অঞ্চলের জনসাধারণের চলাচলের একমাত্র এই রাস্তা। যাত্রীবাহী বাস ছাড়া ছোট খাট যানবাহনের মধ্যে মাহেন্দ্র, ইজিবাইক, নসিমন, মটরভ্যান, মটরসাইকেলগুলি চলাচল করছে ঝুকি নিয়ে। পূর্বের রাইস মিলের রাস্তা চলাচলের অনুপযোগী হওয়ায় নগরঘাটা পুলেরহাট নামক স্থান থেকে কালিবাড়ী ঋষিপাড়া হয়ে অধিকাংশ যানবাহন রাইসমিল হয়ে ফুলবাড়ী দিয়ে ধানদিয়া চৌরাস্তায় গিয়ে উঠতে হয়। এ ব্যাপারে এলাকাবাসী সহ যানবাহন চালকদের দাবী ত্রিশ মাইল মোড় থেকে কলারোয়ার ধানদিয়া চৌরাস্তার মোড় পর্যন্ত ১০ কি: মি: রাস্তা কার্পেটিং করার জন্য এলজিইডি কর্তৃপক্ষের নিকট আহবান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here