আশাশুনিতে ভিডব্লিউবি উপকারভোগীদের বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

0
178

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ আশাশুনিতে ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় উপকারভোগী বাছাই, নির্বাচন, খাদ্য ও কার্ড বিতরণ সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. ইয়ানুর রহমান। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সার্বিক সহযোগীতায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি। মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমানের উপস্থাপনায় আলোচনায় অংশ গ্রহন করেন, ইউপি চেয়ারম্যান আল. আবু দাউদ, দীপঙ্কর কুমার সরকার দীপ, রুহল কুদ্দুস, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, মাওঃ আবুবক্কর সিদ্দিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসকাবের সভাপতি এস.এম আহসান হাবিব, প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ। সভায় ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ১ জানুয়ারী ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ চক্রের ভিডব্লিউবি উপকারভোগী বাছাই/নির্বাচন, খাদ্য ও কার্ড বিতরণ সংক্রান্ত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here