ইবিতে ফরাসি প্রতিনিধিদল, ফরাসি ভাষা কোর্স চালু বিষয়ে আলোচনা

0
75
রানা আহম্মেদ অভি, ইবি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফরাসি ভাষা কোর্স চালু বিষয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালামের সঙ্গে বাংলাদেশে ফরাসি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। দূতাবাসের মিশন উপ-প্রধান গুইলাউমি অড্রেন ডি কারড্রেল, কালচারাল অ্যাটাচি ইয়োহান গিগারেল এবং আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র পরিচালক ফ্রঁসোয়া গ্রোসজিন  এ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২২ মে) সকাল ১০টায় ভিসির বাংলোয় এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, আইআইইআর-এর পরিচালক প্রফেসর ড. মোঃ মামুনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফরাসি ভাষা কোর্স ও ফরাসি কালচারাল ইনস্টিটিউট চালু, ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামসহ পারস্পরিক বিভিন্ন সহযোগিতা বিষয়ে আলোচনা হয়। এছাড়াও আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে আলিয়ঁস ফ্রঁসেজ এবং আইআইইআর-এর যৌথ উদ্যোগে একটি সেমিনার আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here