নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় ভাইকে কুপিয়ে হত্যার দায়ে মিলন হোসেন নামে ৩৮ মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ৪টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এই দন্ডাদেশ প্রাপ্ত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ড প্রাপ্ত মিলন হোসেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার জামালপুর কান্দিপাড়া গ্রামের নান্দু মন্ডলের ছেলে। একই সাথে আদালত এই মামলার অপর আসামি সোহেল রানাকে বেকসুর খালাস প্রদান করেছেন। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌশুলী (পিপি) এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর কান্দিপাড়া গ্রামের নান্দু মন্ডলের ছেলে মিলন হোসেনের সাথে তার সৎ ভাই ফামিদ হোসেনের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে গত বছর ০২১ সালের ১১ এপ্রিল বাড়ীর পাশের একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় মিলন তার হাতে থাকা গোস্ত কাটা চাপাতি দিয়ে পেছন থেকে এলো পাথাড়ী কুপিয়ে সৎ ভাই ফামিদকে হত্যা করে। হত্যাকান্ডের পরের দিন নিহত ফামিদের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামী মিলন হোসেন এবং সোহেল রানাকে অভিযুক্ত করে ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। পরে দীর্ঘ শুনানী শেষে মামলার ৯ জন সাক্ষীর স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত আসামী মিলন হোসেনকে মৃত্যুদন্ড ও অপর আসামি সোহেল রানাকে বেকসুর খালাস প্রদান করেন।