স্কুল ফাঁকি দিয়ে বিভিন্ন পার্কে আড্ডা দেওয়া ষাট জন কিশোরকে আটক করে অভিভাবকের কাছে হস্তান্তর। 

0
64
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহে স্কুল ফাঁকি দিয়ে বিভিন্ন পার্কে আড্ডারত অবস্থায় ৬০ জন কিশোর কে আটক করে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। শহরের বিভিন্ন পার্কে স্কুল ফাঁকি দিয়ে কুসঙ্গে কিশোর গ্যাংয়ে জড়িয়ে যাবার সম্ভবনা থাকে এই সকল বাচ্চাদের। জনা যায় ঝিনাইদহে উঠতি বয়সী  কিশোর গ্যাং এর প্রবনতা ঝিনাইদহে  হটাৎ বৃদ্ধি পায়,যার দরুন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঝিনাইদহের সদর থানার অফিসার্স ইনচার্জ শেখ সোহেল রানার নির্দেশে এই অভিযান পরিচালিত করা হয়। শহরের বিভিন্ন স্থান থেকে মোট ষাট(৬০) জন স্কুল পালাতক শিক্ষার্থীদেরকে থানায় নিয়ে আসা হয় এবং তাদের সকলকে সদ্বুদ্ধি ও ভালো পরামর্শ দেন অফিসার্স ইনচার্জ শেখ সোহেল রানা এবং তাদেরকে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়। সে সময় অভিভাবকদের উদ্দেশ্য তিনি বলেন,এভাবে স্কুল কলেজ ফাঁকি দিয়ে কিশোর গ্যাং এর সাথে জড়িয়ে পড়ে ওরা। তাই অভিভাবকরা সাবধান হোন নিজের সন্তানের ভবিষ্যতের জন্য।  এরকম একটি কাজের জন্যে ঝিনাইদহের সুশীল সমাজের সবাই ধন্যবাদ জানায়,ঝিনাইদহ সদর থানার চৌকোষ অফিসার ইনচার্জ শেখ সোহেল রানাকে কারন এরাম উদ্যোগের কারনে অভিভাবক সতর্ক হবেন এবং অনেক বখে যাওয়া কিশোর সংশোধন হবে বলে মন্তব্য করেন অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here