দামুড়হুদায় তাপদাহে অসুস্থ হচ্ছে স্কুলের শিক্ষার্থীরা

0
60
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা)  প্রতিনিধিঃ  দামুড়হুদায় তীব্র তাপদাহ হওয়ায় কোমলমতি  স্কুলের শিক্ষার্থীরা  পড়েছে মহাবিপাকে। অসুস্থ  হয়ে পড়ছে  অহরহ।
চুয়াডাঙ্গা জেলায় চলছে সবচেয়ে তীব্র তাপদাহ।দিনেরাতে থাকছেনা   বিদ্যুৎ। ফলে  শিশু শ্রেণী হতে মাধ্যমিক স্তরের স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের নিয়মিত করতে হচ্ছে।বিশেষ করে কিন্ডার গাডেন গুলোর ভবন গুলোর মান একেবারে খারাপ।তিন সেডের মধ্যে ঠাসাঠাসি করে পড়ানো হচ্ছে।অন্যদিকে মাধ্যমিক স্কুল গুলোতে পরিপুর্ন ক্লাসদান করনো হচ্ছে। একটি ক্লাস রুমে ৪০ থেকে ৬০ জন ছাত্র বা ছাত্রী বসছে।  এই গরমে তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ছে।ফলে  ক্লাসেই অনেক শিক্ষার্থীরা অসুস্থ হযে পড়ছে। অভিভাবকসহ সুধীজন ও শিক্ষানুরাগীরা বলেন, যে কতদিন তীব্র তাপদাহ থাকবে শুধুমাত্র সেই কয়দিনে কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে স্কুলের রুটিন পাল্টিয়ে  সকাল ৭ টা হতে বেলা ১১ টার পর্যন্ত চালানো যেতে পারে।এব্যাপারে    অনেকে  চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের   প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here