মনিরামপুরের মনোহরপুরে অবৈধ ডিস লাইনের জমজমাট ব্যাবসা।

0
72
জাহিদ, মনিরামপুর পৌরর প্রতিনিধি  ঃ যশোর মনিরামপুরের মনোহরপুরে অবৈধ ডিস লাইনের জমজমাট ব্যাবসা চলছে। খোঁজ নিয়ে জানা যায যশোর জেলার মনিরামপুর থানার ১৭ নং মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের অনাধী রায়ের ছেলে প্রবির কুমার রায দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ডিস লাইনের ব্যাবসা করে আসছে। এ বিষয়ে আনুমানিক ৩/৪ বছর পূর্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তার অবৈধ ডিস ব্যবসা বন্ধ রাখলেও কিছুদিন যেতে না যেতেই সরকারকে ভ্যাট ট্যাক্স  ফাঁকি দিয়ে আবার  অবৈধ ডিস ব্যাবসা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে ব্যবসায়ী প্রবির কুমারের নিকট জানতে চাইলে জানান আমি বৈধ লাইসেন্স এর জন্য আবেদন করেছি আমি দ্রুত লাইসেন্স পেয়ে যাব আশারাখি কিন্তু ৩-৪ বছর অতিক্রম হলেও আজ পর্যন্ত আমি লাইসেন্স পাই নাই। বৈধ লাইসেন্স প্রাপ্ত  ব্যবসায়ী অরুন  কুমার রায জানান সরকার আমাকে কুলটিয়া, নেহালপুর, দুর্বাডাঙ্গা ও মনোহরপুর ইউনিয়নে ডিস ব্যবসা করার অনুমতি দিয়েছে। সে মোতাবেক আমি সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছি কিন্তু মনোহরপুরের প্রবির কুমার আমার ক্ষতি সাধন করছে। ডিস লাইনে স্টার জলসা নিষিদ্ধ থাকলেও প্রবির কুমার বাড়তি মুনাফার জন্য তার এলাকায় স্টার জলসা সহ অবৈধ ডিস ব্যাবসা চালিযে যাচ্ছে। এ বিষয়ে সাবেক চেয়ারম্যান মহিতুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি জানান বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করে আমি ব্যর্থ হয়েছি এবং অরুন কুমার এবং প্রবির কুমারকে নিয়ে সুষ্ঠু মিমাাংশার জন্য কয়েকদফা সালিশ হলেও কোনো মিমাংশা সম্ভব হয়নি। এ বিষয়ে প্রবীরের অবৈধ ডিশ গ্রাহক হারুন মোল্লা লিটন গাজী ও গোবিন্দর কাছে জানতে চাইলে তারা বলেন প্রবীরের কাছ থেকে মাসিক বিল পরিষদের মাধ্যমে ডিস লাইন ব্যবহার করে আসছি। তাই এলাকাবাসি ভারতীয় চ্যানেল সহ স্টার জলসা ও অবৈধ ডিস ব্যাবসা বন্ধ করার দাবি সহ উর্দ্ধতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here