জীবননগরে প্রবীণ ও সমৃদ্ধির প্রবীণদের ক্রীড়ার অনুষ্ঠান

0
52
মাহমুদ হাসান রনি  দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ জীবননগরের সীমান্ত ইউনিয়নে প্রবীণ ও সমৃদ্ধি কর্মসূচীর ওয়েভ ফাউন্ডেশনের আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটি ও ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শাকারিয়া গ্রামে  অনুষ্টিত হয়।সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামে প্রবীণ সামাজিক কেন্দ্রের সামনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায়  এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি  সকল বিজয়ী ক্রীড়া প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করেন।তিনি বলেন সর্ব বয়সের মানুষেরা যদি  খেলাধূলার মধ্যে থাকে তবে  তাদের মন ভাল থাকবে।শরীরও ভাল থাকবে।বয়স সমস্যা নয়।আমিও পারবো এই মনমানসিকতা থাকতে হবে।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন নগর থানা অফিসান ইনচার্জ  মোঃ নাসির উদ্দিন মৃধা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here