সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোরের ধারাবাহিক সাফল্য অব্যাহত।

0
52

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর কর্তৃক গত মে/২০২৩খ্রিঃ মাসে অত্র জেলার বিভিন্ন থানায়
সাধারন ডায়েরী ভুক্ত ২৭ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে
দেওয়া হয়েছে আজ। বিভিন্ন থানার জিডি মূলে হ্যাকিংকৃত সর্বমোট ১৭(সতের)টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা
হয়েছে। ভুলবশতঃ অন্য নাম্বারে চলে যাওয়া ০৭ জন ভুক্তভুগীর নগদ/বিকাশের সর্বমোট ৮০৫৩০/=(আশি
হাজার পাঁচশত ত্রিশ) টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া ১। যশোর কোতয়ালী মডেল থানার জিডি নং-৩০৪, তাং-০৪/০৫/২০২৩ মূলে নিখোঁজ ভিকটিম সাথী(২০)
(ছদ্মনাম) ২। কেশবপুর অভিযোগ নং- ৪৪৯/২৩, তারিখ- ২৮/০৪/২০২৩খ্রি: মূলে নিখোঁজ ভিকটিম ফারিয়া
(ছদ্মনাম), ৩। মনিরামপুর ঝাপা ক্যাম্প অভিযোগ নং- ২৫/২৩, তারিখ- ১২/০৫/২০২৩খ্রিঃ মূলে মুক্তা(১৬)
((ছদ্মনাম), ৪। মনিরামপুর থানার অফিযোগ নং- ১৪০৩/২৩, তারিখ- ৩০/০৫/২০২৩খ্রিঃ মূলে প্রিয়া
বিশ্বাস(৩০) (ছদ্মনাম). ৫। অভয়নগর জিডি নং- ১৪১৭/২৩, তারিখ- ৩০/০৫/২০২৩খ্রিঃ খাদিজা(১৩)
(ছদ্মনাম), ৬। কোতয়ালী মডেল থানার জিডি নং- ১৭৩৪, তারিখ- ২৫/০৪/২০২৩খ্রিঃ বৃষ্টি(১৬) (ছদ্মনাম) কে
উদ্ধারে সহায়তা করা হয়েছে।
এছাড়া ০১(এক)টি হোয়াটসঅ্যাপ ও ০২(দুই) টি ইমো আইডির সমস্যা সমাধান করা হয়েছে।
সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল, যশোর কর্তৃক মে /২৩খ্রিঃ মাসের উদ্ধারঃ
১। মোবাইল উদ্ধার ২৭টি
২। ফেসবুক আইডি পুনরুদ্ধার ১৭ (সতের) টি।
৩। ভিকটিম উদ্ধারে সহায়তা ০৬ জন।
৪। নগদ/বিকাশ টাকা উদ্ধার (০৭ জন ভুক্তভুগী) ৮০,৫৩০/= আশি হাজার পাঁচশত ত্রিশ হাজার টাকা।
৫। তদন্তাধীন মামলা ০৫টি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here