মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) থেকে : মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুরর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী দিনে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে অংশ নেয় মহম্মদপুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম রাজাপুর ইউনিয়ন ফুটবল একাদশ। এক-শূন্য গোলে বিজয় লাভ করে মহম্মদপুর ইউনিয়ন ফুটবল একাদশ। পরে বাবুখালী ইউনিয়ন ফুটবল একাদশ এবং বালিদিয়া ইউনিয়ন ফুটবল একাদশ দ্বিতীয় ম্যাচে অংশ নেয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রামানন্দ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুরর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুরøাহেল কাফি।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিকশনার (ভুমি) বাসুদেব কুমার মালো, মহম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ হাই মিয়া ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন প্রমূখ।