চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা,ঈদুল আজহাকে সামনে রেখে বাড়তি সতর্কতামূলক পরামর্শ 

0
93
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ সুপার  আব্দুল্লাহ্ আল-মামুনের সভাপতিত্বে মে ২৩ মাসের মাসিক এ  অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।  অপরাধ পর্যালোচনা সভায় প্রত্যেক থানার অফিসার ইনচার্জদের মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন ডিউটি, হোন্ডা মোবাইল, জাল টাকা,অজ্ঞানপার্টি,মলম পার্টি চক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র-গুলি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার, ভাড়াটিয়ার তথ্যফরম পূরণ, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে থানা এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার, আইন-শৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা,গুজব রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সকল অফিসার ও ফোর্সের অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে যথাযথভাবে পালনের আহ্বান জানান।উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল),  এইচ.এম গোলাম রাব্বি, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ),মোঃ আলমগীর কবীর, ডিআইও-১, জেলা বিশেষ শাখাসহ সকল  থানার অফিসার ইনচার্জগন, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here