চৌগাছায় কৃষি প্রযুক্তিগত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
79

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় লিড খামারি, ইনপুট বিক্রেতা, নার্সারি মালিকদের হর্টিকালচার বিষয়ে প্রযুক্তিগত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতা প্রশিক্ষণ কর্মশালায় আরএমটিপি’র প্রকল্প ম্যানেজার কৃষিবিদ মোঃ সফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাব্বির হুসাইন। বিশেষ অতিথির আলোচনা করেন যশোর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ দিপঙ্কর দাশ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা কৃষিসম্প্রসারণ অফিসার মোঃ মিজানুর রহমান, শিশু নিলয় ফাউন্ডেশন চৌগাছার এরিয়া ম্যানেজার এম এ আজিজ।
এ সময় ইস্পাহানি এগ্রো লিমিটেডের ডেপুটি এক্সিকিউটিভ ইমরান হোসেন, মাজিব এসো ফার্মের কর্মকর্তা জাহিদ হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ রিজু শিকদার, এভিসিএফ মোঃ সোহেল রানা ও জিয়াউর রহমানসহ কৃষক, নার্সারি মালিক, কৃষিপণ্য বিক্রেতা ও লিড খামারিগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রান্তিক চাষীদের উন্নয়ন, নতুন নতুন কৃষি প্রযুক্তি ব্যবহার ও আধুনিক চাষ পদ্ধতির উপর গুরুত্বারোপ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here