মণিরামপুরে মতুয়া সম্মেলনে অনুদান দিলেন এস এম ইয়াকুব আলী

0
90

তাজাম্মূল হুসাইন, মণিরামপুর পৌর (যশোর): ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মণিরামপুরে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার পাচাকড়ি হরিমন্দির প্রাঙ্গনে মতুয়া সম্মেলন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অবসর প্রাপ্ত শিক্ষক সন্তোষ মন্ডল। এতে সম্মানিত অতিথির বক্তৃতা করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এস এম ইয়াকুব আলী। তিনি বলেন, প্রতিটি ধর্মের মূল কথা যে যার ধর্ম সমানভাবে পালন করবে এবং অন্যের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনেপ্রাণে বিশ্বাস করতেন বাংলাদেশ একটি ধর্মনিরপে দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে সবসময় অবস্থান করবে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি রার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, এই দায়িত্ব আমাদের সকলের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডা. দুলাল কৃষ্ণ রায়, শ্রীধাম গুড়াকান্দির হরিগুরু চাঁদ মিশনের প্রচার সম্পাদক শ্রীমৎ হরিপদ ধর, সিনিয়র সহ-সভাপতি শ্রীমৎ দশরথ মন্ডল, হরিসেবক বিশ্বাস, মণিরামপুর পৌরসভার সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ, সাবেক ছাত্রনেতা সন্দ্বীপ ঘোষ, খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আহাদুল করিম, যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য ফজলুর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, ভোজগাতী ইউনিয়ন যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহাবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে শেষে পাচাকড়ি হরিমন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদান তুলে দেন এস এম ইয়াকুব আলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here