আড়পাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে খেলোয়ারকে পিটিয়ে জখম, যশোরে রেফার্ড

0
55

যশোর অফিস : মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ ১৭ ফুটবল টুর্নামেন্টের খেলায় এক খেলোয়ারকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে। বর্তমানে আহত ফয়সাল যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল সাড়ে পাচটায় আড়পাড়া মাঠে  শতখালী ইউনিয়ন ও আড়পাড়া ইউনিয়নের মধ্যে ফাইনাল ম্যাচ চলাকালীন সময়। আহত ফয়সাল শতখালী গ্রামের ইসমাইলের ছেলে।
শতখালী ইউনিয়নের অনুর্ধ ১৭ দলের ক্যাপ্টেন রিয়াদ হোসেন জানান, ওইদিন তাদের খেলা চলছিলো। প্রথমার্ধে তারা গোল দিয়ে এগিয়ে ছিলেন। ২য় অর্ধে আড়পাড়া ইউনিয়ন হাত দিয়ে গোল দেয়। এ ঘটনার প্রতিবাদ করতেই আড়পাড়া ইউনিয়নের ভাইস চেয়ারম্যান রেজাউল ও ইউপি সদস্য লিটনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। এসময় তাদের তারকা খেলোয়ার ফয়সালকে লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে সারা শরীর জখম করে। ফয়সালকে ঠেকাতে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। রিয়াদ ওই ম্যাচের রেফারী সাদ্দাম হোসেনও পক্ষপাতিত্ব করেছেন বলে অভিযোগ করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here