মণিরামপুর পৌরসভার ড্রেনে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ভেঙে গেল স্লাব। 

0
78
মণিরামপুর(যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর পৌর সভায় সামনেই সম্প্রতি কিছুদিন আগে করা করা হয়েছে ড্রেন দিয়ে পানি নিষ্কাশনের  ব্যাবস্থা।  কয়েক মাস না জেতেই ভেঙ্গে গেছে ড্রেনের স্লাব। পৌরসভার প্রবেশ পথেই এমন অবস্থা।কয়েকদিন আগে ভেঙ্গে গেলেও নেই কোন পদক্ষেপ।জানা যায়, ইতিমধ্যে কয়েক জন ড্রেন পার হতে যেয়ে  দুর্ঘটনার শিকার হয়েছেন। মণিরামপুর পৌরসভার বাসিন্দা পলাশ ঘোষ  ড্রেনের স্লাব ভেঙ্গে থাকায় মোটরসাইকেল নিয়ে স্লাব পার হয়ে যাবার সময় পড়ে যেয়ে  পায়ে চোট লেগে গুরুতর আহত হন পলাশ ঘোষ। পৌর সভার সেবা নিতে আসা অনেকেই জানায়, নিন্ম মানের সামগ্রী ব্যবহার করায় ড্রেনের স্লাপ ভেঙ্গে গেছে ।পৌর বাসিন্দা হাসান বলেন,ড্রেনের  রড় খুবই চিকন আর নিন্ম মানের সামগ্রী ব্যবহার করায় অল্প সময়ে ভেঙে গেছে ড্রেনে স্লাব। পৌরসভার সামনে  গুরুত্বপূর্ণ জায়গায় যদি এই অবস্থা হয় তাহলে সেটা দুঃখ জনক।মারাত্মক কোন দূর্ঘটনা ঘটার আগেই দ্রুত ড্রেনের স্লাপ সংস্কারের দাবি জানিয়েছেন পৌরবাসী ও পথচারি গন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here