ইবিতে ইলমুল হাদিস চর্চায় বাংলাদেশের মুহাদ্দিসগণের অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

0
48
রানা আহম্মেদ অভি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলমুল হাদিস চর্চায় বাংলাদেশের মুহাদ্দিসগণের অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভা কক্ষে এ পিএইচডি সেমিনারের আয়োজন করা হয়।
পিএইচডি গবেষক মো. আব্দুর রউফ  গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় বিভাগটির আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ধর্মত্বত্ত ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এ. এন. এম এরশাদ আলী উল্লাহ গবেষণার তত্ত্বাবধারক উপস্থিত ছিলেন।
এছাড়াও আলোচক হিসেবে ছিলেন বিভাগটির অধ্যাপক ড. মোঃ সেকান্দার আলী ও অধ্যাপক ড. মোঃ আঃ হ ম নুরুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপন করেন আল হাদীস এন্ড ইসলামিক স্টাডি বিভাগের অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান,  অধ্যাপক ড. ইকবাল হুসাইন ও অধ্যাপক ড. মোঃ মুজাহিদুর রহমান দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ওলী উল্লাহ, অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম মাওলা, অধ্যাপক ড.আশরাফুল আলম ও বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীসহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেন, বাংলাদেশে উলুমুল হাদিস চর্চায় মুহাদ্দিসগনের ভূমিকা অনস্বীকার্য। তিনি  উলুমুল হাদীসের প্রেক্ষাপট ও হাদিস চর্চার ইতিবৃত্তকে সুন্দরভাবে ফুটিয়ে তুলে গবেষণাকে পরিপক্ক করার জন্য আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here