শ্যামনগরে ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির সভা অনুষ্ঠিত

0
159

শ্যামনগর ব্যুরো ঃ বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতি শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সড়কে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সুপদ হালদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ। সভায় আরও বক্তব্য রাখেন রুহিত দাস, বেল্লাল হোসেন, আব্দুর রহিম, পবিত্র মন্ডল (প্রাক্তন মেম্বর), সাইফুল, সুজাতা রানী, ফজলুল হক, নুরুল আমিন, মনোরঞ্জন মন্ডল প্রমুখ। সভায় ধানখালী জেলে পল্লী, কলবাড়ি, দাতিনাখালি জেলে পল্লীতে সমবেশ করার এবং জেলে নিবন্ধন তালিকা হালনাগাদ করনে প্রত্যেক এলাকার সংশ্লিষ্ট কমিটিকে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করার সিদ্ধান্ত গৃহিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জয়দেব মন্ডল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here