কলারোয়ায় কীটনাশক পানে এক কিশোরীর আত্মহত্যা

0
157
এম,এ সাজেদ, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় কীটনাশক পান করে এক কিশোরী আত্মহত্যা করেছে। আত্মহননকারী সোহানা খাতুন(১৬)।  ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, বাটরা গ্রামের কবিরুল সরদার ও চম্পা বেগমের মেয়ে সোহানা রবিবার(১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে সকলের অজান্তে ঘরে রাখা কীটনাশক পান করে।  বিষয়টি জানতে পেরে সোমবার(১৮ সেপ্টেম্বর) রাত ১২ টার পর সোহানাকে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্ত্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। আত্মহননকারী সোহানা মাদারিপুরে নানুর( মামু) বাড়ির এক স্কুলের  ১০ ম শ্রেণীর ছাত্রী ছিলেন বলে জানা যায়। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here