কলারোয়ায় হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদের আয়োজনে নব- নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে সংবর্ধনা জ্ঞাপন 

0
151
এম,এ সাজেদ,কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের আয়োজনে নব নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। শনিবার(২৭  জানুয়ারী) সকাল  ১১ টায় পৌর সদরের বিশ্বাস মার্কেটে ঐক্য পরিষদের অফিস চত্বরে ওই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।  সংবর্ধনা সভায প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নব নির্বাচিত সংসদ সদস্য  ফিরোজ আহম্মেদ স্বপন।  বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি হিন্দু সম্প্রদায়কে সংখ্যালঘু না ভেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ধর্মনিরপেক্ষতার বাংলাদেশের একজন সু- নাগরিক হিসাবে নিজেদের অধিকার প্রতিষ্ঠার কথা বলেন। তিনি গনতন্ত্রের পূজারী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান। উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তীর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায়, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ( ওসি) রফিকুল ইসলাম, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষতের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা সনাতন ধর্মীয় নেতা  স্বপন শীল, আ’লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আ: রউফ, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, এসএম আফজাল হোসেন হাবিল, অধ্যাপক এম,এ কালাম, মাহাবুবর রহমান মফে, বিশাখা তপন সাহা, সাবেক ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সন্দীপ কুমার রায়, সনাতন ধর্মীয় নেতা সন্তোষ কুমার পাল, হরেন্দ্র নাথ রায়, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, আ’লীগ নেতা সহিদুল ইসলাম, আ’লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, পবিত্র সাহা, সনাতন ধর্মীয় নেতা জয়দেব সাহা, স্বেচ্ছা সেবকলীগ নেতা আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাছুম, বরুন কুমার,
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা মফিজুল ইসলাম লাভলু, মহিলা আ.লীগ নেত্রী রহিমা বেগম কাজল, সনাতন ধর্মীয় নেতা দিলীপ অধিকারী, শিলা রানী হালদার, দীপক ঘোষ, তাপস ঘোষ, মাস্টার উত্তম পাল, মাস্টার স্বপন সরতার, মাস্টার বিকাশ ঘোষ, মাস্টার উতপল সাহা, পরিতোষ ঘোষ, অমিয় ঘোষ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হিন্দু ধর্মালম্বী নেতৃবৃন্দ, সূধি ও সাংবাদিকবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতা নিরাঞ্জন ঘোষ।অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি এমপি ফিরোজ আহম্মেদ স্বপনকে নৃত্যগানের তালে তালে ফুলের পাপড়ি দিয়ে বরণ করে নেয়া হয়। পরে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথিকে স্মৃতিস্বরুপ সম্মাননা স্মারক ও নৌকা উপহার দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here