পারুলিয়া কোমরপুর ঢাপখালীর ওয়াবদা রাস্তায় ৬ ফিট নতুন ইট,অবশেষে উল্টেগেছ,আবার রাস্তার ৩ স্থানে  বড়ধরনের বাবলা গাছের খোটা 

0
186
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের জলিল হ্যাচারী সংলগ্ন থেকে কোমরপুর ইছামতীর সীমান্ত গামী পথে মধ্যে আবু সাইদ এর বাড়ি পর্যন্ত ইটসোলিংরাস্থাটি ১০ ফিট।এরপর নতুন করে ০৫/০২/২০২৪ ইং-তারিখ বিকালে রাস্তায় ইট বসাতে দেখা যায়। চেয়ারম্যান কে জানিয়েও কোন রকম উপকার পা-ও যায়নি।  সেখান থেকে কয়েকগজের মাত্র ৬ ফিট নতুন ইটের করণ।যেখান থেকে ৬ ফিটের নতুন ইটের রাস্তা করা হয়েছে সেখানেই বড়ধরনের খোটা মেরে রাখার রাত সাড়ে ৬টার দিকে ইজিবাইক যোগে কোমরপুর ইছামতীর সীমান্তের দিকে  রুগী নিয়ে যাওয়ার পথে প্রথমেই ভোগান্তির স্বীকার হতে হয়।০৫/০২/২০২৪ ইং-তারিখ কাজ করার ০৬/০২/২০২৪ ইং-তারিখ সকাল সাড়ে ৮ টার দিকে উক্ত রাস্তায় উঠে যাওয়া ইটের ফলে পথচারীদের ভোগান্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here