কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে মৎস্যঘেরে মাছ চুরির প্রতিবাদ করায় ঘের মালিককে কুপিয়ে যখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় চুরির মামলা দায়ের হয়েছে, মামলা নং ১৮/৭৮।
থানায় মামলা ও ভুক্তভোগী সুত্রে জানাগেছে, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানা এলাকার তারালী গ্রামস্থ
দক্ষিণ বিল নামক বিলে পশ্চিম তারালী গ্রামের আনোয়ার হোসেন সরদারের মৎস্য ঘেরে প্রায়শ মাছ চুরির ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় গত ২৫ এপ্রিল-২৪ রাতে রাত আনুঃ ১০ টা ১৫ মিনিটে ঘেরের আটোল থেকে মাছ ধরার শব্দ পায় ঘের মালিক আনোয়ার হোসেন। চুপিসারে তিনি আটোলের পাশে লাইটের আলোয় দেখতে পান দুইজনের একজন পানিতে ও অপরজন রামদা ও লোহার রড হাতে মাছের থলে নিয়ে দাঁড়িয়ে আছে। এসময়ে ঘের মালিক চিৎকার করলে অবস্থার বেগতিক দেখে তারালী গ্রামের আবুল হোসেন সরদারের ছেলে সুজন (২৪) ও মঙ্গলপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রাসেল (২৫) আনোয়ার হোসেনকে রামদা দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে রক্তজমাট যখম করে মৃত ভেবে ফেলে রেখে যায়। ততোক্ষণে স্থানীয় ঘের মালিকরা এসে রক্তাক্ত অবস্থায় আনোয়ার হোসেনকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে, তার অবস্থা গুরুতর। এঘটনায় ঘের মালিকের ছেলে আবির হোসেন (২০) বাদী উল্লেখিত চোরদ্বয়ের আসামী করে ৪৪৭, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৫০৬ ও ১১৪ ধারায় কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন, মামলা নং ১৮/৭৮। হাসপাতালে চিকিৎসারত ঘের মালিক আনোয়ার হোসেন এ প্রতিনিধিকে বলেন ঐ দুই চিহৃিত চোর প্রায়ই ঘের থেকে মাছ চুরি করে আসছে। তাদের প্রতিবাদ করলেই তেড়ে আসে মারপিট করতে। আমাকে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। আমি খুবই অসহায়, তাদের গ্রেপ্তার পুর্বক আইনের মাধ্যমে শাস্তি দাবি জানাচ্ছি।















