তীব্র তাপদাহে বাঘারপাড়ায় লেবুর শরবতের দোকানে ভীড়

0
274

নূর হাসান লাল্টু বাঘারপাড়া : যশোরের বাঘারপাড়ায় স্বরনকালের তীব্র গরমে একটুখানি স্বস্তির জন্য কত কিছু করে বেড়াচ্ছে মানুষ। গরমকে কেন্দ্র করে রাস্তার পাশে বসেছে ঠান্ডা পানির লেবুর শরবতের দোকান। তীব্র তাপদাহে একটু ঠান্ডা পেতে ভীড় করছে এসব লেবুর শরবতের দোকানে। মানুষ সিরিয়াল দিয়ে খাচ্ছে লেবুর শরবত। মাসব্যাপী চলা তীব্র গরম এবার অতীতের সকল রেকর্ড ভেঙেছে। দেশের সবচাইতে বেশি তাপমাত্রা যশোরে রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এবার গরমে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড  করা হয়েছে ৪৩’৮ ডিগ্রি সেলসিয়াস। যা ৭৬ বছরের রেকর্ড ভেঙ্গেছে। বাঘারপাড়ায় তাই বিভিন্ন জায়গায় লেবুর শরবতের দোকান শুরু করেছে। চলছেও বেশ। শরবত খেতে আসা দোহাকুলা গ্রামের মনিরুল ইসলাম তৌহিদুল ইসলামসহ অনেকে বলেন, গরমে একটু স্বস্তি ফিরিয়ে আনতে প্রতিদিন লেবুর শরবত খাই। দোকানদার অরুজ বলেন, আমার মুল পেশা চা বিক্রি, গরমে লেবুর শরবতের দোকান দিয়েছি, খুব বেচাকেনা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here