সাতক্ষীরায় বিজিবির অভিযানে অবৈধভাবে ৫ বাংলাদেশী আটক

0
120

সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা ৩৩ বিজিবির অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৫ বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার কলারোয়া উপজেলার সুলতানপুর বিওপির আওতাধীন পোতাপাড়া হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কক্সবাজার অলিয়াবাদ গ্রামের মোঃ আলী আব্বাসের পুত্র মোঃ আতিকুর রহমান, (৩৬), যশোর চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের পুত্র মোঃ আসলাম হুসাইন (৩২), বাগেরহাট মোল্লারহাট উপজেলার ব্রাহ্মনডাঙ্গা গ্রামের তপন ঢালীর পুত্র তন্ময় ঢালী (২৫), মোড়লগঞ্জ থানার ছোটপরী গ্রামের মোশারফ খানের পুত্র মোঃ মাহাবুব খান (১৮), সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মোঃ জাহঙ্গীর আলমের পুত্র মোঃ রাকিব হাসান (১৭)।আটককৃত মোঃ আতিকুর রহমান ও মোঃ আসলাম হুসাইনের শ্বশুর বাড়ি ভারতের নয়াদিল্লী ও কুচবিহারে। স্ত্রীদের সাথে দেখা করার জন্য যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমন করে। তন্ময় ঢালী শ্রমিকের কাজ করত।মোঃ মাহাবুব খান তার চাচার সাথে দেখা করতে গিয়েছিল।এছাড়া রাকিব হাসান ভারতে অবস্থান করা পিতা মাতার সাথে দেখা করতে গিয়েছিল। ৩৩ বিজিবি সূত্রে জানা গেছে, কলারোয়া সুলতানপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশী নাগরিককে বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম অভিযান চালিয়ে ৫ বাংলাদেশী নাগরিককে আটক করে। বিজিবি এসময় তাদের কাছ থেকে ৪ টি অ্যান্ড্রয়েট ফোন, ১ টি বাটন ১টি ফল্ডিং ফোন,১ টি পাওয়ার ব্যাংক সহ আটক করে।মঙ্গলবার দুপুরে ৩৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here