আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে পুষকৃত বাগদা চিংড়ি আটকের পর পুড়িয়ে ধ্বংস

0
91

এম এম সাহেব আলী আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বাগদা চিংড়িতে অবৈধ পুষ করার অপরাধে ৪৫০ কেজি মাছ জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ জেলি পুশ করা ১৫৫ কেজি বাগদা চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং অবৈধ পুশ করার সময় পাশে থাকা ভালো ৩০০ কেজি মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় এতিম ছেলেদের ও বিভিন্ন মাদ্রাসায় খাওয়ার জন্য বন্টন করা হয়। গতকাল বেলা সাড়ে ১১টায় ডি জি এফ আই উপজেলা প্রতিনিধির তথ্যের ভিত্তিতে আশাশুনি কর্মরত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেঃ মোঃ রাবীব এর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। শ্রীউলা ইউনিয়নের বুড়াখারটি গ্রামের একটি ২ টি ঘরের মধ্যে বাগদা ও গোয়ালদা চিংড়িতে জেলি সহ অন্যান্য উপদ্রব্য পুশ করার সময় সিরিজ, মেডিসিন ও বিভিন্ন আলামত সহ জব্দ করেন। ডি জি এফ আই জানান ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পাওয়ার আগেই শাহজাহান হোসেন ও আলমগীর হোসেন নামের দুই অসাধু ব্যবসায়ী পালিয়ে গেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here