কলারোয়া পাইলট হাইস্কুলে শিকদের মারপিটের ঘটনায় পাল্টা-পাল্টি মামলা

0
316

এমএ সাজেদ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া সরকারি জিএকএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক ও সহকারী প্রধান শিকসহ ৪ শিক মারপিটে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাঞ্চিতের শিকার প্রধান শিক আব্দুর রবের দায়েরকৃত অভিযোগটি থানায় মামলা হিসাবে রুজু করা হয়েছে। যার মামলা নং-২৭। এ বিষয়টি নিয়ে উপজেলাবাসীসহ শিকসমাজ ও সুধিজনের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে স্কুলের অফিস কে একই স্কুলের সহকারী প্রধান শিক শিকসহ দুই সহকারী শিক এই মারপিটের ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ সূত্রে জানা গেছে। এদিকে, ওই ঘটনায় থানায় পাল্টা আরেকটি অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে। লাঞ্ছিত প্রধান শিক আব্দুর রব সাংবাদিকদের জানান, তিনি সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তার অফিস করে তালা খুলতেই অতর্কিত ভাবে সহকারী প্রধান শিক আবদুর রকীব, সহকারী শিক মনিরুজ্জামান ও সহকারী শরীর চর্চা শিক মাহফুজা খাতুন তাকে কোন কারণ ছাড়াই অফিস করে মধ্যে ধরে নিয়ে সেখানে তারা তাকে বলেন যে, কেন ডিজির কাছে অভিযোগ দেয়া হয়েছে এবং সেই অভিযোগের কপি দেখতে চান তারা। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা প্তি হয়ে প্রধান শিকের অফিস করে মধ্যে কিল, ঘুষি ও পায়ের জুতা দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে আহত করে। এসময় তারা অফিস করে বিভিন্ন কাগজ পত্র ছিড়ে ফেলে বিনষ্ট করে। পরে খবর পেয়ে কলারোয়া থানায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই বিদ্যালয়ের অন্যান্য শিকরা এগিয়ে এসে আহত প্রধান শিক শিক আব্দুর রবকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। বুধবার(২৪ ফেব্রুয়ারি) লাঞ্ছিত প্রধান শিকের পে অনান্য শিকরা এক সাংবাদিক সম্মেলন করেছেন বলে জানা যায়। এদিকে অভিযুক্ত শিক মনিরুজ্জামান জানান, প্রধান শিক টাকা-পয়সার হিসাব দেন না। হিসাব চাওয়ায় কথা কাটাকাটি হয়েছে। এ ব্যাপারে তিনি সংবাদ সম্মেলন করেছেন বলে জানান। এ বিষয়ে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন বলেন, প্রধান শিক আব্দুর রব এর পে একটি মামলা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে, জিকেএমকে পাইলট হাইস্কুলের সহকারি শরীর চর্চা শিকিা মাহফুজা খাতুন (৪২) একটি অভিযোগ দায়ের করেছেন। তবে মঙ্গলবার সাতীরার বিজ্ঞ আমলী কলারোয়ার আদালতে শ্লীলতাহানির অভিযোগ এনে প্রধান শিক আব্দুর রবের বিরুদ্ধে একটি মামলা (নং-সি আর ৫৯/২১, তাং-২৩/০২/২১) করেছেন বলে সাংবাদিকদের জানান শিকিা মাহফুজা খাতুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here