মোটরসাইকেল চোর চক্রের মুল হোতা শ্যামনগরে আটক

0
353

শ্যামনগর ব্যুরো ঃ আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের মুল হোতা শ্যামনগর উপজেলার চিংড়াখালী গ্রামের মৃত আরশাদ আলী গাজীর পুত্র আবু বক্কর সিদ্দিক কে শ্যামনগর থানা পুলিশ ঝিনাইদাহ থেকে গ্রেপ্তার করেছে। শ্যামনগর থানা সূত্রে জানা যায়, আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের মুল হোতা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার চিংড়াখালী গ্রামের মৃত আরশাদ গাজীর পুত্র আবু বক্কার সিদ্দিক (৪৫) এর বিরুদ্ধে খুলনা বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন থানায় ১৩ টি মামলা আছে। তার মধ্যে ১ টি মামলায় ২ বছর ৬ মাস কারাদন্ড এবং আরএকটি মামলায় ২ বছর কারাদন্ড সহ মোট ১৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মুলে পুলিশ সুপার সাতক্ষীরার দিক নির্দেশনা মোতাবেক শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মোঃ নাজমুল হুদার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী শহিদুল ইসলাম, এসআই রিপন মল্লিক, এসআই নুরুল ইসলাম, এসআই মুজাহিদুল ইসলাম কং/৬৫৬ রিপন মোল্যা প্রাপ্ত তথ্য মোতাবেক অভিযান চালিয়ে ঝিনাইদাহ জেলার সদর থানার চাপড়া এলাকা হতে রাত আনঃ ১ টা ৩০ মিনিটে গ্রেপ্তার করে শ্যামনগর থানায় নিয়ে আসে। গতকাল সকাল ১১ টায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here