স্টাফ রিপোর্টার: যশোর শিাবোর্ড এবছর ঘরে বসেই এসএসসি পরীার ফরমপূরণের উদ্যোগ নিয়েছে। করোনা পরিস্থিতির কারণে পরীার্থীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে তাদের ফরম পূরণ করতে পারবে। বোর্ড কর্তৃপ আগামী সপ্তাহেই স্কুলগুলোকে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করবে। ১১ এপ্রিল থেকে অনলাইনে ফরমপূরণ শুরুর সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়েছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিাবোর্ড সূত্র জানিয়েছে, করোনা সংক্রমনের হার আবারও বৃদ্ধি পাওয়ায় পরীার্থীদের সুরার কথা বিবেচনা করে অনলাইনে ফরম পূরণের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য সফট্ওয়্যার ডেভেলপ করা হচ্ছে। যশোর শিাবোর্ডের মূল ওয়েবসাইটে এসএসসি-২০২১ এর একটি মেন্যু থাকবে। স্কুলের প্রধান শিকদের মাধ্যমে শিার্থীদের মোবাইল ফোন নাম্বার নিয়ে সেখান থেকে একটি লিঙ্ক মেসেজ করা হবে। সেই লিঙ্কে শিার্থীর নিবন্ধন নাম্বার দিলেই তার ফরমপূরণের পেজ ওপেন হবে। নিবন্ধন অনুযায়ী সেখানে শিার্থীর ফরমপূরণের সব তথ্যই থাকবে। ফি প্রদানের জন্য সেখানে সোনালী ব্যাংকের একাউন্ট নাম্বার থাকবে। এটি স্কুলের ব্যাংক একাউন্ট নাম্বার। সেখানে বোর্ড ফি, কেন্দ্র ফি ও স্কুলের সেশন চার্জ, বেতন বা বকেয়া পাওনা’র পৃথক তথ্যসহ মোট কত টাকা জমা দিতে হবে তা উল্লেখ থাকবে। বিকাশ বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিয়ে সাবমিট করলে ফরম পূরণ হয়ে যাবে। শিার্থী বা অভিভাবক ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবে। শিার্থীদের ফরমপূরণের পর স্কুল কর্তৃপ সকল শিার্থীর ফরমপূরণের বিষয়টি বোর্ডে সাবমিট করবে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিাবোর্ডের পরীা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, অনলাইনে এসএসসি’র ফরম পূরণ সম্পন্নের জন্য প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে। দু’একদিনের মধ্যেই প্রক্রিয়াটি প্রস্তুত হয়ে যাবে। এরপর স্কুলগুলোকে নির্দেশনা প্রদান করা হবে। ঘরে বসেই শিার্থীরা ফরমপূরণ করতে পারবে। আর পরীার্থীদের ফি ব্যাংকের মাধ্যমে খাতওয়ারি উল্লেখ করে গ্রহণ করায় অভিভাবকদের কাছেও বিষয়টি পরিস্কার থাকবে। এ প্রসঙ্গে যশোরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক নজরুল ইসলাম বুলবুল জানান, অনলাইনে ফরমপূরণের বিষয়টি তিনি শুনেছেন। যতটুকু শুনেছেন, তাতে ভাল উদ্যোগ বলেই মনে হয়েছে। কিন্তু বোর্ড থেকে এখনও আনুষ্ঠানিক কোনো দিক-নির্দেশনা পাননি। তবে যশোর বোর্ডের অনেক কার্যক্রম যেহেতু অনলাইনে চলে গেছে। তাই এটিও শিার্থী, অভিভাবকসহ সকলের জন্য ইতিবাচক হবে বলেই প্রত্যাশা তার। পুরো প্রক্রিয়া নিয়ে কথা হয় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন’র সাথে। তিনি জানান, করোনা পরিস্থিতিতে শিার্থীদের সুরার বিষয়টি বিবেচনায় নিয়ে অনলাইনে ফরমপূরণের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী সপ্তাহে স্কুলগুলোকে এ সংক্রান্ত প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে প্রস্তুত করা হবে। আর সবকিছু ঠিক থাকলে ১১ এপ্রিল থেকে এসএসসি পরীার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবে।
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপির...
স্টাফ রিপোর্টার ।। জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর...
দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে যশোরে নাগরিক সমাজের মানববন্ধন
যশোর অফিস : দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ ও বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।
সোমবার বেলা...
বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা বন্ধ, কর্মচারীদের ব্যানার টানিয়ে প্রতিবাদ
যশোর অফিস : যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীদের সরকার নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত কাজের বিপরীতে প্রাপ্য অধিকাল ভাতা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ...
মিথ্যা মামলায় ব্যবসায়ী আটকের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন
যশোর অফিস : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বড় ভাইকে আটক করার অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা জুয়েল...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা বিষয়ক সভা...
স্টাফ রিপোর্টার : সোমবার সকাল ১১টায় যশোর সদর উপজেলা প্রশাসনের
উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন
শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে...














