পাটকেলঘাটা পশ্চিম পাড়ায় ৩শত পরিবার পানিবন্দি, দুঃখ্যের সীমা নেই

0
269

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : সাতক্ষীরার পাটকেলঘাটা পশ্চিম পাড়ায় সামান্ন বৃষ্টি হলে ১/২ ফুট পানি বৃদ্ধি পায়। অনেকের নিচু ঘরের ভিতরে পানি ঢুকে রয়েছে যার ফলে সারারাত জেগে থাকতে হয়। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। দিশেহারা হয়ে পড়েছে ৩শত পরিবার। সরেজমিনে তদন্তে জানা গেছে সাতক্ষীরার পাটকেলঘাটা পশ্চিম পাড়া ও পূর্ব পাড়া মিলে ৩শত পরিবারের ছোট বড় মিলে ২হাজার লোকের বসবাস। বর্ষা মৌসুম আসলে সামান্ন বৃষ্টি নামার সাথে সাথে এদের দুঃখ্যের শেষ নেই। পূর্বে যে স্থান দিয়ে পানি নিষ্কাষনের কালভার্ট ছিল সেসব স্থানে বাড়ি ঘর হওয়ায় পানি বাঁধা পড়ে গিয়ে মহল্লায় ঢুকে পড়ছে। সেই সাথে গরু ছাগল সারারাত দাড়িয়ে থাকতে হয়। ঐ গ্রামের বাসিন্দা এজাহার আলী বলেন নির্বাচনের সময় চেয়ারম্যান, মেম্বাররা ভোট নেওয়ার সময় বিভিন্ন উন্নয়নের বুলি দিয়ে যায়। পরে এসব প্রতিনিধিদের আর দেখা মেলে না। গাজি আব্দুস সালাম জানান আমাদের এই দুই পাড়া ২হাজার লোকের বসবাস। বাড়ির উঠানে পানি ঘর থেকে বের হতে পারছি না। মতনে হয় এ যেন একটা ছোট খাট নদি এছাড়া সাপ পোকড়েরও আনাগোনা। আমরা ভয়ে ভয়ে কোন রকমে রাত কাটায়। এমন কোন জনপ্রতিনিধি নেই যে, আমাদের এই ২পাড়ার ২হাজার মানুষের পানি বন্দি থেকে রক্ষা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here