না ফেরার দেশে ইউপি চেয়ারম্যান আহাদ

0
276

মোঃ মেহেদী হাসান ,মণিরামপুর ॥ যশোরের মনিরামপুরের ২নং কাশিমনগর ইউপি চেয়ারম্যান জিএম আহাদ আলী আর নেই। রোববার (৪জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। জিএম আহাদ আলী কাশিমনগর গ্রামের সলেমান গাজীর বড় ছেলে। তিনি কাশিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। ২০১৬ সালে ধানের শীষ প্রতীক নিয়ে প্রথমবারের মত চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরআগে বিজিবি থেকে অবসরে যান এই জনপ্রতিনিধি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চেয়ারম্যানের ভাগ্নে নওসের আলী বলেন, মামা ডায়াবেটিসের রোগী ছিলেন। ২-৩ দিন আগে কাজ সেরে বাড়ি ফেরার পথে ইউনিয়নের হুমাতলা গ্রামে মোটরসাইকেল থেকে পড়ে আঘাত পান তিনি। আজ (রোববার) সকালে ব্যাথার ওষুধ খাওয়ার পর তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। আমরা তাঁকে প্রাইভেট কারে করে যশোরে নেওয়ার প্রস্তুতি নিই। কারে ওঠানোর সময় মামা মারা যান। স্বজনরা জানিয়েছেন, রোববার সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চেয়ারম্যানের দাফন সম্পন্ন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here