আশাশুনি সংবাদ আশাশুনির প্রতাপনগরে রিংবাঁধ নির্মানে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিমের আর্থিক সহায়তা প্রদান

0
287

এম,এম সাহেব আলী, আশাশুনি থেকে ঃ সুপার সাইকোন আম্পান ও ইয়াস এ ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে লন্ডভন্ড আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বানভাসি পানি বন্দি মানুষকে বাঁচাতে রিং বাঁধ নির্মাণে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন আশাশুনি উপজেলা উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। সোমবার দুপুরে তিনি প্রতাপ নগর ইউনিয়নের তালতলা বাজারে এ রিং বাঁধ পরিদর্শনে আসেন। প্রতাপনগর ইউনিয়নের পাঁচটি পয়েন্টে ভেঙে পানি ভিতরে প্রবেশ করে এর মধ্যে চারটি পয়েন্টের মূল বাঁধ আটকানো সম্ভব হলেও বন্যাতলার বাঁধটি এখনো আটকানো সম্ভব হয়নি। যার ফলে বিস্তীর্ণ এলাকা পাবিত হয়ে মানুষ পানিবন্দি অবস্থায় জীবন যাপন করছে। এই পানিবন্দি মানুষ ও এলাকাকে রার জন্য এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয় নিজস্ব অর্থায়নে রিং বাঁধ দিয়ে এলাকা রার নিমিত্তে কাজ শুরু করে। এলাকার মানুষের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে রিং বাঁধের কাজ পরিদর্শনে আসেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। পরিদর্শন শেষে তালতলা বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতাপ নগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রিয়াছাত আলী মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোস্তাকিম বলেন বিগত দিনে সুপার সাইকোন আম্পান ও ইয়াসের আঘাতে ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে প্রতাপ নগর ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে পানি বন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করে আসছে। আজ বন্যাতলা থেকে শুরু করে থানার হাট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রিং বাঁধের কাজ সমাপ্ত হলে অন্তত ৮০% লোক পানিবন্দি জীবন থেকে মুক্ত হবে। বিকল্প রিং বাঁধের এই মহতী উদ্যোগের প্রশংসা করে দ্রুত বাঁধ নির্মাণের জন্য তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে নগদে ১ ল টাকা প্রদান করেন। তিনি এই অঞ্চল কে টিকিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রীর কাছে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হেনা সাকিল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক জগদিস চন্দ্র সানা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালি মোঃ শামসুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ফকির, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ, ওয়ার্ড আ’লীগের সভাপতি আলমগীর আলম, সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হক মিলন প্রমুখ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here