গ্রাহক দুর্ভোগ চরমে/ কালিয়ায় বিদ্যুতের লো-ভোল্টেজে জনজীবন অতিষ্ঠ।

0
261

কালিয়া (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইলের কালিয়ায় যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর লো-ভোল্টেজের শিকার উপজেলাবাসী চরম ভোগান্তিতে থাকার অভিযোগ জানিয়েছেন। বিদ্যুতের এহেন পরিস্থিতি জন্য কর্তৃপরে অব্যবস্থাপনা ও খামখেয়ালিকে দ্বায়ি করেছেন সচেতন মহল। উপজেলার ব্যাপক এলাকায় মাসাধিকাল ধরে লোডসিডিং এর পাশাপাশি বিদ্যুতের লো-ভোল্টেজ সমস্যায় দুর্ভোগ পোহাচ্ছেন লাধিক গ্রাহক । স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি সমস্যা সমাধানে চরম উদাসীন বলে ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করছেন। তারা জানান, বারবার এ বিষয়ে মৌখিকভাবে জানালেও টনক নড়ছেনা সংশ্লিষ্ট কর্তৃপরে। লো-ভোল্টেজের কারণে এসি, ফ্রিজ, টিভি, পানির মটর ও ফ্যান নষ্ট হয়ে যাচ্ছে। ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহক উপজেলার সলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান (প্রিন্স), খাশিয়াল ইউনিয়নের স্কুল শিক সাইফুল ইসলাম, মফিজুর রহমান, শ্রীবাস দাস, মৃনাল কান্তিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জানান, বিদ্যুতের এ অব্যবস্থাপনায় শিক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। লো-ভোল্টেজ সমস্যা সমাধানের জন্য বারবার পল্লী বিদ্যুৎ অফিসে জানালেও কোনো লাভ হচ্ছে না। কিন্তু বিদ্যুৎ বিলের বেলায় টাকার অংক ঠিকই বেড়ে যাচ্ছে। বিদ্যুৎ অফিসের কর্তাব্যক্তিদের চরম উদাসীনতায় প্রায় মাসাধিকাল ধরে আমরা উপজেলাবাসী গ্রাহকরা বৈদ্যুকিত সরঞ্জামাদি নষ্টসহ অসহ্য গরমে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছি। ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২, কালিয়া জোনের এজিএম ইকবাল আহম্মেদ বলেন, আমি নতুন এসেছি এ বিষয়ে তেমন কিছু বলতে পারবোনা। তবে আমি যতদুর জানি, নড়াইল ৩৩ কেভি গ্রীড ষ্টেশনে ইনকামিং ভোল্টেজ কম থাকায় আনুপাতিক হারে কালিয়াও কম পাওয়া যাচ্ছে। প্রয়োজনে ডিজিএম এর সাথে কথা বলতে বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here