র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানে ভৈরব নদে চলাচলকারী ৩৬ নৌজাহাজকে ১৮ লাখ টাকা জরিমানা

0
306

স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরের ভৈরব নদে নৌ পরিবহন আইন অমান্য করে চলাচলকারী ৩৬ নৌজাহাজ মালিককে ১৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় আইন অমান্য করার অপরাধে ২ নৌজাহাজ শ্রমিককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এসব ঘটনায় নৌযান আইনে প্রতিটি জাহাজ মালিকের বিরুদ্ধে পৃথক মামলা করেছে ভ্রাম্যমান আদালত। মামলা নং যথাক্রমে- ২১৯/২১ থেকে ২৫৪/২১ । তারিখ ২৮/১০/২০২১ ইং ।
যশোরের ভৈরব নদের নওয়াপাড়া নৌবন্দরে প্রায় শতাধিক নৌযান চলাচল করে। এসব নৌযানে পন্য পরিবহনের পাশাপাশি লোকজনও পারাপার করা হয়। কিন্তু দীর্ঘ দিন অভিযোগ ছিল এসব নৌযানের কোন বৈধ কাগজপত্র বিশেষ করে রুট পারমিট, হাল নাগাদ রেজিষ্ট্রেশন , ইন্সুরেন্স নবায়নসহ নৌ পরিবহন আইনে যে যে কাগজপত্র থাকার কথা তার কোন বালায়ই নেই এসব নৌজাহাজে। প্রাপ্ত এসব অবিযোগের ভিত্তিতে গত ২৮ অক্টোবর দিনভর নওয়াপাড়া নৌবন্দর এলাকায় বিভিন্ন নৌজাহাজে অভিযান পরিচালনা করে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার নাজিউর রহমান ও নৌ পরিবহন অধিদপ্তরের উপ সচিব বদরুল হাসান লিটন। একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সমন্বয়ে গঠিত র‌্যাবের আভিযানিক দল দেখতে পান যশোরের অভয়নগর থানার আওতায় নওয়াপাড়া সংলগ্ন ভৈরব নদীতে চলমান নৌজাহাজ সমূহ নৌপরিবহন আইন অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন, জাহাজে পর্যাপ্ত জীবন রক্ষাকারী নিরাপত্তা সামগ্রী না রাখা ও মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপক যন্ত্রাদি ব্যবহার করে জাহাজ গুলো চলাচল করছে। নৌ পরিবহন আইন অমান্য করার অপরাধে র‌্যাব পরিচালিত বিশেষ মোবাইল কোর্টের মাধ্যমে এসব নৌজাহাজ কর্তৃপক্ষকে আর্থিক দণ্ড প্রদান কওে প্রাথমিক ভাবে সতর্ক করে ভ্রাম্যমান আদালত।। এসময় উপরোক্ত কারণে নৌপরিবহন অধ্যাদেশ ১৯৭৬ সালের ৩৩,৫৫,৬৬ (খ), ৬৭ (খ) ধারায় নওয়াপাড়া সংলগ্ন ভৈরব নদীতে চলাচলকারী ৩৬ টি নৌ জাহাজ মালিকগণ সর্ব মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়। মালিকগণ হলেন- নাজমুল ইসলাম (৫০)’কে ৫০ হাজার টাকা, শাহ আলম (৩০)কে ৫০ হাজার টাকা, হুমায়ুন কবির (৪৫) কে ৭০ হাজার টাকা, শফিকুর রহমান (৪৪) কে ২৫ হাজার টাকা, সেলিম,হোসেন (৫০) কে ৭০ হাজার টাকা, কাওছার আলী (৫৫) কে ৩৫ হাজার টাকা,আলমগীর হোসেন (৩০) কে ৫০ হাজার টাকা, আরিফ (৪০) কে ৬০ হাজার টাকা, সিরাজুল ইসলাম (৩৫) কে ৫০ হাজার টাকা ,জাকির হোসেন (৬০) কে ৩৫ হাজার টাকা, সোলায়মান হোসেন (৬০) কে ৭০ হাজার টাকা, লিটন শেখ (৪২) কে ৪০ হাজার টাকা, সুমন (৩৮) কে ৭০ হাজার টাকা, দেলোয়ার হোসেন (২৮) কে ৫০ হাজার টাকা, জাহিদ হোসেন (৪০), কে ৩৫ হাজার টাকা, ফিরোজ কবির (৩৬) কে ৩৫ হাজার টাকা, নাঈম শেখ (৩৮) কে ৩০ হাজার টাকা, জাহাঙ্গীর আলম (৪৫) কে ৫০ হাজার টাকা, জন্নু মোল্লা (৪৮) কে ৫০ হাজার টাকা, জুবায়ের (৫২)কে ৬০ হাজার টাকা, হৃদয় শেখ (২৮) কে ৬০ হাজার টাকা, মোহাম্মদ রুবেল (৩২)কে ৭০ হাজার টাকা, রুবেল শেখ (৪০) কে ৫০ হাজার টাকা, ইমাম হাসান (৩৬)কে ৩৫ হাজার টাকা, শরিফুল ইসলাম (৪৫) কে ৬০ হাজার টাকা, ইজাজুল হক (৩৫)কে ৪০ হাজার টাকা, আরিফুজ্জামান (৪৫) কে ৬০ হাজার টাকা,সোহেল রানা (৫০)কে ৭০ হাজার টাকা , রানা হাওলাদার (৩৬) কে ৬০ হাজার টাকা, সাব্বির হোসেন (৩৮) কে ৬০ হাজার টাকা, সাকিব হাসান (২৮) কে ৬০ হাজার টাকা,ফরহাদ (৩০) কে ৬০ হাজার টাকা, শেখ আবুল খায়ের (৫৫) কে ৬০ হাজার টাকা, জাহিদুল ইসলাম (৪০)কে ৭০ হাজার টাকাসহ সর্বমোট ১৮ লাখ টাকা জরিমানা করেন। এসময় সরকারী আইন অমান্য করা ও সরকারী কাজে বাঁধা প্রদানের ঘটনায় শহিদুল ইসলাম (৩০) ও মনির হোসেন (২৮)কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। যাহার মামলা নং যথাক্রমে- ২১৯/২১, ২২০/২১, ২২১/২১, ২২২/২১, ২২৩/২১, ২২৪/২১, ২২৫/২১, ২২৬/২১, ২২৭/২১, ২২৮/২১, ২২৯/২১, ২৩০/২১, ২৩১/২১, ২৩২/২১, ২৩৩/২১, ২৩৪/২১, ২৩৫/২১, ২৩৬/২১, ২৩৭/২১, ২৩৮/২১, ২৩৯/২১, ২৪০/২১, ২৪১/২১, ২৪২/২১, ২৪৩/২১, ২৪৪/২১, ২৪৫/২১, ২৪৬/২১, ২৪৭/২১, ২৪৮/২১, ২৪৯/২১, ২৫০/২১, ২৫১/২১, ২৫২/২১, ২৫৩/২১, ২৫৪/২১ তারিখ ২৮/১০/২০২১ খ্রিঃ । মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত টাকা ট্রেজারি চালানের ম্যাধ্যমে সরকারী কোষাগারে জমা করা হয়েছে এবং দন্ডিত ব্যক্তিদের যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here