পাটকেলঘাটায় এবার ৪ তলা ভবন থেকে দু’ দেহ ব্যবসায়ীসহ তিন খদ্দের গ্রেফতার

0
393

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : সাতক্ষীরার পাটকেলঘাটায় উঁচু তলার বিল্ডিং থেকে শুরু করে নিচু তলার টিনের চালের ঘরের মধ্যেও চলছে রমরমা দেহ ব্যবসা। দূর দূরান্ত থেকে খদ্দের এসে এসব চিহ্নিত স্পট থেকে দের্দাছে মনোরঞ্জন মিটিয়ে যাচ্ছে। একের পর এক তারা পুলিশের হাতে ধরাও পড়ছে। এমনই একটি ঘটনা ঘটেছে পাটকেলঘাটা খাদ্য গুদামের পাশে লোকনাথ কিনিকের ৪র্থ তলায় সুলতান হাজীর বিল্ডিংয়ের একটি আবাসিক রুমে। অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকায় বেরসিক জনতা দুই দেহ পরিচারিনী সহ তিন খদ্দেরকে ধরে ফেলে পুলিশে খবর দেয়। পাটকেলঘাটা থানার এস.আই তরিকুল ইসলাম ও সোলাইমানের নেতৃত্বে একদল পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌছে এদেরকে আটক করে। এরা হলো ডুমুরিয়া থানার আঠারমাইল বেতগ্রামের তালেব গাজীর ছেলে ফজর আলী (৩৮), চুকনগর বাজারের পাশে আজিজ শেখের কন্যা আখি মনি (১৯), তালার নাংলা সুজনশাহ গ্রামের মৃত আল-আমিন শেখের মেয়ে নিলুফা ইয়াসমিন (৩৩), ধুলন্ডা গ্রামের সুনিল দাসের ছেলে চিরঞ্জিত দাস (২৭), সুকুমার দাসের ছেলে মিন্টু দাস (৩৬)। রাতে থানায় জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে কোট হাজতে প্রেরন করা হয়। এছাড়া গত ৬ অক্টোবর পাটকেলঘাটা টাওয়ার রোডে মীর কালামের বিল্ডিং থেকে ৩ পতিতা সহ ৩ খদ্দেরকে পুলিশ গ্রেফতার করে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ওসি নাজমুল হুদা বলেন, এলাকায় এরকম আরও কয়েকটি স্পটে অসামাজিক কর্মকান্ড চলছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। তাদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here