পাইকগাছা প্রতিনিধি : আগামী ২ নভেম্বর খুলনার পাইকগাছা উপজেলার ১নং হরিঢালী ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রচার প্রচারনা শেষ, রাত পোহালে ভোট। চুলচেরা বিশ্লেষন ও জনমত জরীপে জানা গেছে ‘আনারস বেশী পছন্দ করছে ইউনিয়নবাসী’। সুত্রে প্রকাশ, হরিঢালী ইউনিয়নের উত্তর শলুয়া গ্রামের ধনাঢ্য সরদার পরিবারের সন্তান আবু জাফর সিদ্দিকী রাজু। তার পিতা এস.এম রফিক উদ্দীন দীর্ঘ সময় এ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগনের সেবা করেছেন। চেয়ারম্যান থাকা অবস্থায় দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত হয়ে বিগত ২০১৪ সালের ২২ জুন সিংগাপুর মাউথ এলিজাবেথ হাসপাতালে মৃত্যুর পর একমাত্র পুত্র জাফর সিদ্দিকী রাজু উপ-নির্বাচনসহ পর পর দু’বার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এবারও তিনি সর্বাধিক ভোটে নির্বাচিত হবেন বলে ৯টি ওয়ার্ড জরিপে ও ভোটারদের মতামতে এমন তথ্য উঠে এসেছে। রাজু এক প্রশ্নের উত্তরে বলেন, পিতার মৃত্যুর পর ২০১৬ সালের ১৬ নভেম্বর তারিখে মাকে হারিয়েছি, পরবর্তীতে মেঝ চাচাকে হারিয়েছি, পারিবারিক ও সামাজিক অস্থিরতা, নিজের অসুস্থ্যতা, প্রাণঘাতি করোনা ভাইরাস আমাকে পিছিয়ে দিয়েছে। উন্নয়নের েেত্র পার্শ্ববর্তী ইউনিয়ন গুলির তুলনায় আমার ইউনিয়নে উন্নয়ন বেশী ছাড়া কম হয়নি। কিছু অসমাপ্ত রাস্তা ও প্রকল্পের তালিকা সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়া আছে পর্যায় ক্রমে বাস্তবায়ন হবে। রাতারাতী কোন কাজ হয় না, এক শ্রেণীর মানুষ বিশেষ উদ্দেশ্যে বিশেষ বিশেষণে আমার ব্যাক্তিগত, ব্যবসায়িক ও ইউনিয়নের উন্নয়ন সম্পর্কিত বিষয়ে অপপ্রচার করছে। আনারস প্রতীকের একজন নির্বাচন সমন্বয়কারী বলেন, সব কিছুর বিচার বিশ্লেষণ করে ইউনিয়নবাসী আগামীকাল মঙ্গলবার রায় দেবে, ঘোষনা করবে নির্বাচন কমিশন। আরেকজন নির্বাচণী সমন্বয়কারী বলেন, আমরা ধীরে চলো নীতি অবলম্বন করে ইউনিয়নে শান্তি, শৃংখলা ও সুষ্ঠ পরিবেশ বজায় রেখে নির্বাচন পরিচালনা করছি। তবে উত্তর ও দণি সোনাতনকাটি, নোয়াকাটি ও রামনাথপুর কেন্দ্র খুবই ঝুকিপূর্ণ। তাছাড়া বহিরাগতরা এসে এলাকার নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। ভোটের দিন তারা ভোট কেন্দ্র দখল করে ও জালভোট দেয়ার পরিকল্পনা করছে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, হরিঢালীতে নির্বাচন সুষ্ঠ হবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাবার সুযোগ নেই এবং করতে দেয়া হবে না। ওসি জিয়াউর রহমান বলেন, এলাকায় সুষ্ঠ ও শান্তিপুর্ণ পরিবেশ বজায় আছে। নির্বাচনের সময়ও এমনটি থাকবে। কেউ কেন প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্ঠি করার অপতৎপরতা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রামন বৃদ্ধি পাওয়ায় স্থগিত হয়ে যায় প্রথম ধাপের ১১ এপ্রিল’২১ নির্বাচন। পরবর্তীতে ২০ সেপ্টেম্বর’২১ উক্ত স্থগিত হওয়া নির্বাচন অনুষ্ঠিত হলেও আ’ লীগের বিদ্রোহী প্রার্থী সরদার গোলাম মোস্তফার মৃত্যু জনিত কারণে হরিঢালী ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত থেকে যায়। সকল প্রস্তুতি গ্রহন পূর্বক আগামী ২ নভেম্বর উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩ প্রার্থী অংশ নিয়েছেন। বাংলাদেশ আওয়ামীলীগের দ্বিতীয়বার মনোনীত প্রার্থী শেখ বেনজীর আহম্মেদ বাচ্চু (নৌকা), স্বতন্ত্র প্রাথী বর্তমান চেয়ারম্যান জাফর সিদ্দিকী রাজু (আনারস) ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জি.এম কামরুজ্জামান বাবলু (হাতপাখা)। ৩জন চেয়ারম্যান, ১২জন সংরতি আসনের মহিলা সদস্যা ও ৪৮জন সাধারণ সদস্য প্রার্থীসহ মোট ৬৩জন প্রার্থী জোর প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইউনিয়নে সাজ সাজ রব। পোষ্টারে পোষ্টারে এলাকা ছেয়ে গেছে, প্রার্থীদের নির্বাচণী কার্যালয়ে জমজমাট আসর, চা দোকান গুলিতে প্রার্থীর সমর্থকদের আলোচনা সমালোচনা, কিছু ভোটরের নিরাবতা, সব মিলিয়ে উৎসব মূখর পরিবেশ। ভোটারদের সাথে আলাপকালে জানা যায়, বর্তমান চেয়ারম্যান রাজু (আনারস) ও বাচ্চু (নৌকা) প্রতীকের দ্বিমূখী নির্বাচন অনুষ্ঠিত হবে।
তালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছার আগড়ঘাটায় উদ্ধার
কাজী লিয়াকত হোসেন,তালা : সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদ পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া রবিউল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার হয়েছে। রোববার সকালে খুলনার...
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় দোয়া অনুষ্ঠানে ড. লায়ন ফরিদুল ইসলাম— বিএনপি...
মোংলা প্রতিনিধি : মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী বলেছেন, লায়ন ড. ফরিদুল ইসলাম বিএনপির পক্ষ থেকে জাতীয়...
নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে চৌগাছায় পুলিশের কঠোর নিরাপত্তা ও চেকিং
চৌগাছা পৌর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের চৌগাছা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম...
ঝিনাইদহে মাটি খুঁড়তে গিয়ে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুইটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা...
যশোরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের...















