তালায় তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক

0
288

তালা(সাতক্ষীরা) প্রতিনিধি : তালার তেঁতুলিয়া ইউয়িন পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যান এমএম আবুল কালাম আজাদ ও ১২ জন ইউপি সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল তালার তেঁতুলিয়া ইউয়িন পরিষদের আয়োজনে পডিষদ চত্বরে অভিষেক অনুষ্ঠানে তালা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ জুনায়েদ আকবরের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। ব্যাবসায়ী বাবলার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী,তেঁতুলিয়া নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান,ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাষ্টার আব্দুল আজিজ , শিক্ষক নেতা এমএম আবুল কাশেম,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাদি প্রমুখ। উপস্থিত ছিলেন,নব-নির্বাচিত ইউপি সদস্য ওয়ার্ড অনুসারে,শংকর কুমার দাশ, আলাউদ্দীন সরদার,আমিনুল ইসলাম,মোহাম্মাদ আলী মোড়ল,মতিয়ার রহমান, মনিরুল ইসলাম,কামরুজ্জামান, দেলোয়ার হোসেন,মশিয়ার রহমান,সংরক্ষিত ইউপি সদস্য রেশমা বেগম, রেবেকা বেগম,জাকিয়া সুলতানা ইতি সহ সাংবাদিক ও শুশীল সামাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here