বাগেরহাটে কৃষকদলের বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

0
242

বাগেরহাট ব্যুরো : জাতীয়তাবাদী কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার দুপুরে বাগেরহাট শহরের সম্মিলনি মোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে কৃষকদলের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। বাগেরহাট জেলা কৃষকদলের আহবায়ক আসাফউদ্দৌলা জুয়েলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ফকির তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা এম.এ সালাম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আসাদুজ্জামান,শেখ শাহেদ আলী রবি,অধ্যাপক হাদিউজ্জামান হিরো, মেহেবুবুল হক কিশোর, বাগেরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি হাওলাদার আব্দুল মান্নান, বিএনপি নেতা শহিদুল ইসলাম স্বপন, শ্রমিক নেতা এলাহী মল্লিক আলম, মো: আবু হানিফ,যুবদল নেতা জয়নাল পারভেজ সুমন, গোলাম রসুল মুন্না প্রমুখ। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুবক্কর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here